• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

প্রধানমন্ত্রীর বিশেষ উপহারে ঘর পেল অসহায় তাজুল

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

প্রধানমন্ত্রীর বিশেষ উপহারে ঘর পেল পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার অসহায় তাজুল সিকদার। গত ৭ ডিসেম্বর ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের চাড়াখালী গ্রামের তাজুল সিকদারের ঝুপড়ি ঘরের একটি ছবি দিয়ে ফেসবুকে পোষ্ট করেন স্থানীয় সংবাদকর্মী আহাদ শিমুল। তুলে ধরেন তাজুলের পরিবারের করুন পরিস্থিতির চিত্র। তাজুলের এ খবরটি  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের নজরে আসে। তিনি পরে তাজুলের বাড়ি পরিদর্শন করে জরুরী ব্যবস্থা গ্রহণ করেন। 

ফলে মাত্র তিন মাসের মধ্যে তাজুলের ঝুপড়ি ঘরটি একটি টেকসঁই ঘরে রূপান্তরিত হয়। ঝুপড়ি ঘর থেকে ইট কাঠের পাকা ঘর পেয়ে তাজুল ও তাঁর পরিবারের মলিন মুখে এখন হাসির ঝিলিক। দিন মজুর তাজুল কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু'র প্রতি। 

তাজুল বলেন, প্রধানমন্ত্রীর এ বিশেষ উপহার না পেলে কোন দিনও ঘর তুলতে পারতাম না। বৃদ্ধ মা, স্ত্রী সন্তানদের নিয়ে আজীবন ঝুপড়ি ঘরে থেকে মরতে হতো। এ ঘর পেতে কাউকে একটি পয়সাও দিতে হয়নি আমার। 

ইন্দুরকানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ২০১৯-২০ অর্থ বছরের টিআর কর্মসূচীর আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগসহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দিন মজুর তাজুলকে এ ঘরটি নির্মাণ করে দেয়া হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা