• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

`মিস ঢাকা` প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯  

রাজধানীর সুন্দরীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ঢাকা ২০২০’-এর আয়োজন করেছে বেসরকারি সংস্থা স্টার প্লাস কমিউনিকেশন্স। এ প্রতিযোগিতায় বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি নারীর লুকায়িত সৌন্দর্য ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতাকে প্রাধান্য দেওয়া হবে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য হচ্ছে ‘বিউটি ইজ নট ইন দ্য ফেইস, বিউটি ইজ দ্য লাইট ইন দ্য হার্ট’।

প্রাথমিক বাছাই পর্ব, সাক্ষাৎকার পর্ব, অ্যাকটিভিটি পর্ব, ফটোগ্রাফি পর্ব, ভিডিওগ্রাফি পর্ব, টপ টেন সিলেকশন পর্ব, গ্রুমিং ও গ্র্যান্ড ফিনলে-এ আটটি ধাপে ২০২০ সালের মিস ঢাকা নির্বাচন করবেন আয়োজকরা।

ঢাকায় অবস্থানরত ১৮ থেকে ২৫ বছর বয়সী যে কোনো নারী অভিভাবকের সম্মতিতে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। গতকাল সন্ধ্যায় অফিসার্স ক্লাবের তৃতীয় তলার হাউজি কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন ও লোগো উন্মোচনে এসব জানান এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা। 

কমিউনিকেশন্সের উপদেষ্টা সাবিনা ইয়াসমিন ইব্রাহীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি ফাল্গুনী হামিদ। স্বাগত বক্তৃতা করেন আয়োজক সংস্থার পরিচালক নাজমুল হক খান। সবশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রোগ্রাম ডিরেক্টর শহীদ রায়হান। উদ্বোধন ও লোগো উন্মোচন মঞ্চে বক্তারা জানান, প্রতিযোগীদের সেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী হতে হবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থীরা অংশগ্রহণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। ৮ টি পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ঢাকা-২০২০ এ অংশগ্রহণকারীরা মোবাইল অ্যাপসের মাধ্যমে মিস ঢাকা ডট কম এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।      

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা