• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলায় ৩০ জুন পর্যন্ত কিস্তি আদায় বন্ধ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ জুন ২০২১  

সম্প্রতি মংলা উপজেলা মরণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংক্রামণ হ্রাস করতে স্থানীয় পর্যায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকা অস্বাভাবিক হয়ে পড়েছে। এ অবস্থায় সাধারণ খেটে খাওয়া পরিবার যাদের বিভিন্ন সংস্থা থেকে লোন গ্রহণ করা আছে সেসকল পরিবারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাদের কাছ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত লোনের কিস্তি আদায় বিরত থাকতে  মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দের অনুরোধ করা হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার কমলেষ মজুমদার খুলনা গেজেটকে জানান, ‘ইতিমধ্যে সকল প্রতিষ্ঠানকে আমি চিঠি দিয়ে দিয়েছি কিস্তি না নেওয়ার জন্য, তারপরও যদি কোন প্রতিষ্ঠান কিস্তি নেয় তবে সে ব্যাপারে আমি দেখবো।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা