• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোল্লাহাটের ঐতিহ্যবাহী মোরগ লড়াই

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাংনি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গাংনি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খুলনার তেরখাদা, নড়াইলের লোহাগড়া, কালিয়া ও বাগেরহাটের মোল্লাহাটসহ বিভিন্ন উপজেলার ৮০ গ্রুপে ১৬০টি মোরগ অংশগ্রহণ করে।
 

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ মোরগ যুদ্ধ চললেও সব গ্রুপের যুদ্ধ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। অবশেষে সন্ধ্যায় ১২টি মোরগকে বিজয়ী ঘোষণা করে এ প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করেন আয়োজকরা। ব্যতিক্রমী এ মোরগ লড়াই দেখতে তিন শতাধিক মানুষ ভিড় করেন।

আয়োজকরা বলেন, দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। এখনও সব সময় স্মৃতিপটে উঁকি দেয় যুদ্ধকালীন ভয়ঙ্কর সময়ের কথা। মুজিববর্ষে মুক্তিযুদ্ধকে স্মরণীয় করে রাখতে আমরা একটি শান্তিপূর্ণ যুদ্ধের ব্যবস্থা করেছি। তার অংশ হিসেবে আমরা মোরগ লড়াইয়ের আয়োজন করেছি।

গাংনি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ ভুলু মিয়ার সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেন।
 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা