• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সুন্দরবনের অবৈধ সাইনবোর্ড অপসারণ এবং অবৈধ অভিস সিলগালা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

সুন্দরবনের মালিকানা দাবি করে টাঙানো একটা সাইনবোর্ড অপসারণ করার পাশাপাশি একটি কার্যালয় সিলগালা করেছে বাগেরহাটের স্থানীয় প্রশাসন।

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তা মোড়ে টাঙানো ‘লর্ড প্রজাস্বত্ব স্টেট’ লেখা সাইনবোর্ডটি বুধবার বিকেলে অপসারণ করা হয়। এছাড়া একই নামের একটি কার্যালয়ও সে সময় সিলগালা করা হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহীন সাংবাদিকদের বলেন, “আব্দুস সামাদ হাওলাদার নামে এক ব্যক্তি এই অফিস খুলেছিলেন। তিনি খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট অঞ্চলের সকল জমির মালিকানা দাবি করেছেন; যার কোনো আইনি ভিত্তি নেই। তার সাইনবোর্ড অপসারণ করেছি আর অফিস সিলগালা করে দিয়েছি।”

আব্দুস সামাদ হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা