• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোরেলগঞ্জে বাল্যবিবাহ রোধে গণসচেতনতায় ক্যাম্পেইন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ জুন ২০১৯  

শিশু বিয়ে দেব না অকাল মৃত্যু হবে না, শিশু বিয়ে বন্ধ কর সুন্দর সমাজ গড়ে তোল’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে গণসচেতনামূলক ক্যাম্পেইন প্রোগ্রামের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে ইউনিসেফের উদ্যোগে ও বেসরকারি সংস্থা রূপান্তর-এর আয়োজনে সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। এখানে উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই-এর সভাাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, নারী ভাইস চেয়াম্যান ফাহিমা খানম, উপজেলা শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী ও মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রুপান্তরের প্রশাসনিক কর্মকর্তা অন্যান্য রহমান, উপজেলা সুপার ভাইজার প্রশান্ত চক্রবর্তীসহ রুপান্তরের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজন।

ক্যাম্পেইন প্রোগ্রামে ৫টি ক্লাবের ১৫০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা