• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ মে ২০২৪  

শত প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
তিনি বলেন, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত। অর্থনীতি সমিতির সম্মেলনে, দেশের উন্নয়নে অর্থনীতিবীদদের মেধা-বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান তিনি। 
কিছু মানুষকে সুযোগ-সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল বলে প্রধানমন্ত্রী এসময় অভিযোগ করেন। 

জাতীয় সংগীতের মধ্য দিয়ে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় অর্থনীতি সমিতির ২২ তম দ্বিবার্ষিক সম্মেলন। 

সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শূন্য হাতে যাত্রা শুরু করেও জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়েছেন। ৭৫-এর পর মানুষের মাথাপিছু আয় কমেছে। সে সময়ের অপপ্রচারকারীরা ক্ষমতায় এসে মানুষের ভাগ্য উন্নয়নে কিছু করেনি কেন?-সে প্রশ্নও তোলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র এবং গণতান্ত্রিক ধারা ও বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ক্ষমতা দখলকারীরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ না করে ভোগেই ব্যস্ত ছিল। কিছু মানুষকে সুযোগ-সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

করোনা মোকাবেলা করে মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে। উৎপাদন বাড়িয়ে এই সংকট কাটিয়ে ওঠার কথাও বলেন সরকার প্রধান।  

বাংলাদেশ কখনো কারো কাছে ভিক্ষা করে, করুণা করে নয়- মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে চলবে। সেই ব্রত নিয়েই কাজ করে যাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা