• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ৫ উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ মার্চ ২০১৯  

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাগেরহাট জেলার ৯টি উপজেলা চেয়ারম্যান পদে সর্বমোট ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বাগেরহাটের ৯ টি উপজেলার মধ্যে ৫ উপজেলায় চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

এছাড়া ফকিরহাট উপজেলায় ১ জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। বাগেরহাটের ৫ টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থীরা হলেন, সদর উপজেলায় সরদার নাসির উদ্দিন, শরণখোলা উপজেলায় মো. কামাল উদ্দিন আকন, মোংলা উপজেলায় আবু তাহের হাওলাদার, রামপাল উপজেলায় শেখ মোয়াজ্জেম হোসেন ও কচুয়া উপজেলায় এস এম মাহফুজুর রহমান।

 

 

ফকিরহাট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তহুরা খাতুন একক প্রার্থী। জেলার অন্য ৪ টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে মোড়েলগঞ্জে ২ জন, চিতলমারী ও ফকিরহাটে ৩ জন করে এবং মোল্লাহাটে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।


মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে রিটানিং ও সহকারী রিটানিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। বাগেরহাট জেলার ৯ উপজেলায় শাসকদল আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া অন্য দলের কোন প্রার্থী উপজেলা নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেননি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা