• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে সাংবাদিকদের মত বিনিময়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)। মঙ্গলবার দুপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতির কার্যালয়ে জেলা নাটাবের মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।

‘যক্ষ্মা খুঁজব ঘরে ঘরে, করব সুস্থ্য চিকিৎসা করে’ এই স্লোগানকে সামনে রেখে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কারও কাঁশি দুই সপ্তাহের অধিক হয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা করতে হবে। সরকার এই চিকিৎসা বিনামূল্যে করে থাকে। তাই এই যক্ষ্মা রোগকে অবহেলা না করে চিকিৎসা করুণ। যক্ষ্মা রোগ বিষয়ে জনগনকে আরও বেশি সচেতন হতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা।

জেলা নাটাবের সম্পাদক এফ এম মোস্তাফিজুল হকের সভাপতিত্বে মতবিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ম্যাটসের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নাটাবের সদস্য কাজী গোলাম মোস্তফা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা