• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের নির্বাচনী সংঘর্ষে আহত ১৫

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ জুন ২০১৯  

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গতকাল রাতে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী সভার পাশ দিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল  রাতে সদর উপজেলার পুরান বাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’র সমর্থকদের নির্বাচনী সভা চলছিল। এ সময় সভার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই ও বিদ্রোহী প্রার্থী ওবায়দুর রহমান খানের সমর্থকরা। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা