• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নিয়োগ নীতিমালা বাতিলের দাবিতে খুবি ও কুয়েট শিক্ষকদের মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অসামঞ্জস্যপূর্ণ অভিন্ন শিক্ষক নিয়োগ নীতিমালা বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হাদী চত্বরে বুধবার মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। 

এতে শিক্ষকদের মতের প্রতিফলন না ঘটিয়ে শিক্ষকদের নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত অভিন্ন নীতিমালা চাপিয়ে দেয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে বক্তৃতা করেন সহযোগী অধ্যাপক ড. তুহিন রায়, সহকারী অধ্যাপক নিশাত তারান্নুম, প্রভাষক সৈয়দ আজহারুল ইসলাম। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশীষ কুমার দাস। 

একই দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে মানববন্ধন করেছে কুয়েট শিক্ষক সমিতি। এতে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা