• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৩

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৪৫) নামে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন জন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, এস এ ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে মংলা যাচ্ছিল। বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসের হাটে পৌছালে বিপরীত দিক থেকে ফুরিদপুরগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটে।

এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক জামাল হোসেন নিহত হন। এ সময় মাইক্রোবাসে থাকা আরো তিন জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

মারাত্মক আহত তিন জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহত জামাল হোসেনের মরাদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা