• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

সাতক্ষীরা মেডিকেলের সাবেক তত্বাবধায়কসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

সরকারের ৬ কোটি ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ড. শেখ শাহজাহান আলীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অন্য চার আসামি হলেন- মেসার্স মার্কেটে ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুস সাত্তার সরকার, মো. আহসান হাবীব, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ জাহির উদ্দিন সরকার ও ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মো. আসাদুর রহমান।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জানা যায় অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নিয়ে সফটওয়্যারসহ সংশ্লিষ্ট মেশিনারিজ সরবরাহ না করে ভুয়া বিল দাখিল করে উক্ত বিলের ভিত্তিতে সরকারের ৬ কোটি ৬ লাখ ৯৯ হাজার টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা দায়ের করা হয়। আজ ৩১ অক্টোবর দুদক প্রধান কার্যালয়, ঢাকার কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস রহমান খুলনায় মামলা দায়ের করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা