• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

খুলনায় ৫৫ টাকার পেঁয়াজ বিক্রি শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

খুলনা মহানগরীর পাঁচটি পয়েন্টে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি শুরু হয়। টিসিবির এই পয়েন্টগুলো থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে এক কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। ইতোমধ্যেই ট্রাকগুলোর সামনে অসংখ্য ক্রেতা ভিড় করেছেন।

টিসিবির খুলনার অফিস প্রধান রবিউল মোর্শেদ জানান, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, টুটপাড়া কবরখানার মোড়, ময়লাপোতা মোড়, নিউমার্কেট এলাকা ও দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকে করে টিসিবির পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাকে এক টন করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিসিবির ট্রাকের সামনে দিয়ে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। বেলা ১১টায় ময়লাপোতা মোড়ে টিসিবির ট্রাকের সামনে গিয়ে ক্রেতাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে দেখা গেছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা