• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

খুলনায় এনইউবিটি’তে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (এনইউবিটি) তে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার’ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর জীবন আদর্শ চর্চা এবং তাকে নিয়ে গবেষণার সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 
সেখ সালাহউদ্দীন জুয়েল এমপি বলেন, তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আশা ব্যক্ত করেন বঙ্গবন্ধু কর্নার এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনইউবিটি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আব্দুল মতিন, শেখ শাহাজালাল সুজন, বঙ্গবন্ধুর কর্নার স্থাপন কমিটির সদস্য এস এম মনিরুল ইসলাম। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা