• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ২

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া মন্দির রোড থেকে  তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোলের ভবেরবেড় গ্রামের বাবুল হাওলাদারের ছেলে রিপন ও একই গ্রামের সাকিল আহম্মেদ।

৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, বেনাপোলের ছোট আঁচড়া মন্দির রোডে অভিযান চালিয়ে দুই মাদকপাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। 

আটকদের ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কমান্ডার মিজানুর।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা