• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বেনাপোলে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ ভোরে দৌলতপুর  সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে বিজিবি। খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলো, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে তমিজ উদ্দিন (৩২) ও একই এলাকার গাতিপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের স্ত্রী রাবেয়া খাতুন (৫৪)।

লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান মাদক ব্যবসায়ীরা দৌলতপুর সীমান্ত পার করে বেনাপোল বাজারের দিকে নিয়ে যাবে এমন সংবাদ পায় বিজিবি। পরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তমিজ উদ্দিন ও রাবেয়া খাতুনকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি ফ্রিডম মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করে। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা