• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

যশোরে হাসপাতালের দুর্নীতি তদন্তে দুদক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কোটি টাকার অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে দুদকের প্রধান কার্যালয়ের উপ-প‌রিচালক আলী আকবরের নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী তদন্ত চলে।

দুদক সূত্রমতে, য‌শোর, মাগুরা ও কু‌ষ্টিয়া হাসপাতা‌লে ১৫১ কো‌টি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। এরমধ্যে ২০১২-১৩ অর্থবছরে যশোর জেনারেল হাসপাতালে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা অর্থব্যয়ে ওষুধ, পরীক্ষার মে‌শিনা‌রিজ, ইকুইপমেন্ট, ও‌টিসহ বি‌ভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়। তবে ওই কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লোপাট করে সংশ্লিষ্টরা। বিষয়টি দুদক জানতে পেরে তদন্ত শুরু করেছে।

এ দুদকের উপ-প‌রিচালক আলী আকব‌র আলী  বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা সম্ভব নয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ  বলেন, ২০১১-১২ অর্থবছরে হাসপাতালের তত্ত্বাবধায়‌কের দা‌য়ি‌ত্বে ছি‌লেন ডা. সালাউদ্দিন আহ‌ম্মেদ। সে সময়ের কোনো বিষয়ই আমার জানা নেই। তবে দুদক কর্মকর্তা যেসব বিষয়ে প্রশ্ন করেছেন, যতটুক পেরেছি সহযোগিতা করেছি।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা