• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় প্রতিবন্ধীসহ ২ জনকে হত্যা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ মে ২০২৩  

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় এক প্রতিবন্ধীসহ ২ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে, কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন হন এবং জেলার দৌলতপুরে মানসিক এক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে ছোট ভাই শহিদুল ইসলাম মসলা বাটা শীল দিয়ে বড়ভাই রাশিদুল ইসলামের মাথায় আঘাত করলে সে মারা যান।

সোমবার (১ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত রাশিদুল ইসলাম (২৬) সদর উপজেলার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের খবির উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সঙ্গে বৈদ্যুতিক মোটর বসান। রোববার রাতে মোটরটি চুরি হলে এ নিয়ে বড়ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাটি হয়। পরে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা মসলা বাটা পাটার শীল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ জানান, ‘তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইকে হত্যা করেছে ছোটভাই। এ ঘটনার পর থেকে ছোটভাই শহিদুল ইসলাম পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’

অপরদিকে, জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে নুর সালাম (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে একই এলাকার শুকুর মন্ডলের ছেলে।

গত ২৪ এপ্রিল নুর সালামকে গলা কেটে গুরুতর আহতাবস্থায় সোনাইকুন্ডি উত্তরপাড়া জামিয়াতুল মাদ্রাসার পাশের রাস্তায় ফেলে রাখে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গতকাল রাতে তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুর সালাম রোববার দিবাগত রাতে মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা