• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রোজা শুরুর আগেই খুলনায় বাড়ছে মুরগি ও ডিমের দাম

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯  

মে থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। এরই প্রভাব পড়তে শুরু করেছে খুলনার বাজারে। দাম বেড়েছে দেশি ও ফার্মের মুরগি এবং ডিমের। গত ২২ দিনের ব্যবধানে ডিম ৩৪ শতাংশ, ব্রয়লার মুরগি ২৬ শতাংশ ও দেশি মুরগির দাম বেড়েছে ১৯ শতাংশ। হ্যাচারি মালিকদের খামখেয়ালিপনা ও স্থানীয় বাজার মনিটরিং না থাকা এবং প্রাণিসম্পদ অধিদফতরে কর্মকর্তারা সঠিক ব্যবস্থা গ্রহণ করতে না পারায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা।

পোল্ট্রি ফিশ ফিডের ব্যবসায়ী এস এম সোহরাব হোসেন বলেন, মাস খানেক আগে এক পিস এক দিনের বাচ্চার দাম ছিল ৩২-৩৪ টাকা। বর্তমানে ফার্ম মালিকরা তা বিক্রি করছে ৭০-৭২ টাকায়। মুরগির দাম কেজিতে ১০ টাকা বাড়লে তারা প্রতি বাচ্চায় ২০ টাকায় বাড়িয়ে দেয়।

তিনি বলেন, ২০১৩ সালে তৎকালীন সরকারের পক্ষ থেকে ফার্ম মালিকদের এক দিনের বাচ্চার দাম ব্রয়লার ৩০ টাকা ও লেয়ার (ডিম পাড়া) ৩২ টাকায় নির্ধারণ করে দেন। পরবর্তীতে খামার মালিকরা সরকারের এই নিদের্শনরা ওপর হাইকোর্টে রিট করায় তা আদালত স্থগিত করেন। এরপর থেকে তারা  আরও বেপরোয়া হয়ে ওঠেন। একদিনের বাচ্চা উৎপাদনের জন্য সর্বোচ্চ খরচ হয় ১৪-১৫ টাকা। এর সঙ্গে শতকরা ২৫ ভাগ লাভ যোগ করলে প্রতি পিস বাচ্চার মূল্য দাঁড়ায় সর্বোচ্চ ২২-৩০ টাকায়। কিন্তু ফার্ম মালিকরা তাদের ইচ্ছে মতো দাম বসিয়ে বাজারে বিক্রি করছেন।

মুরগি ও ডিম ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ২২ দিন আগে খুলনায় ব্রয়লার মুরগি মাংস পাইকারি কেজি বিক্রি ছিলো ১০০  টাকা। তা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা। এছাড়া কক ১৯০-১৯৫ টাকা থেকে বেড়ে ২২৫-২৩০ টাকা ও সোনালি পাইকারি বিক্রি হচ্ছে ২১০-২১৫ টাকা দরে। আর খুচরা বিক্রি হচ্ছে ব্রয়লার মাংস কেজিতে ১৫০ টাকা, কক ২৪৫-২৫০ টাকায়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা