• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নোয়াখালীর সেই নাজিরের আবেদন হাইকোর্টে খারিজ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯  

অবৈধভাবে সম্পদ অর্জন ও দেশে-বিদেশে প্রায় ২৮ কোটি টাকা লেনদেন করার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া নোয়াখালী আদালতের নাজির মোহাম্মদ আলমগীর হোসেনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ প্রত্যাহারের জন্য করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।

বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। দুদকের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। 

সাত কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং দেশে-বিদেশে ২৮ কোটি টাকা লেনদেনের অভিযোগে আলমগীর হোসেনের বিরুদ্ধে গত ৫ আগস্ট পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই দুটি মামলায় দুদকের আবেদনে নোয়াখালী আদালত গত ৪ সেপ্টেম্বর আলমগীর হোসেনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন। একই সঙ্গে যে জমি নিয়ে অভিযোগ, সেই জমি বিক্রি বা হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়। এ অবস্থায় মামলা দুটির কার্যক্রম স্থগিত চেয়ে এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য হাইকোর্টে পৃথক তিনটি আবেদন করেন আলমগীর হোসেন। 

গত ৯ সেপ্টেম্বর ‘জেলা আদালতের নাজিরের সাত কোটি টাকার সম্পদ!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর আলমগীর হোসেন ও তাঁর স্ত্রী নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন নাহারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা