• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

খাগড়াছড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে রবিউল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৫ আগস্ট রাতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেয়াংঘাট ইউনিয়নের নতুনপাড়া এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী ময়না আক্তারকে (১৯) শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পেছনের খাদে ফেলে দেন স্বামী রবিউল ইসলাম।

এ ঘটনায় নিহতের বাবা মাইনুল হক বাদী হয়ে রবিউল ইসলামসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মহালছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তিনমাস পর একই বছরের ২০ নভেম্বর রবিউল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, আসামির স্বীকারোক্তি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা