• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই নিয়ে হাইকোর্টের অসন্তোষ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও জাতির শ্রেষ্ঠ সন্তানদের এখনো যাচাই-বাছাই করে চলেছি।’

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ মন্তব্য করেন। কুমিল্লার হোমনা উপজেলার মুক্তিযোদ্ধা আবুল কাশেমের করা এক রিট আবেদনের ওপর শুনানিকালে এ মন্তব্য করেন আদালত। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অমিত দাস গুপ্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এদিকে আদালত মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া নোটিশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই নোটিশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 

অ্যাডভোকেট অমিত দাস গুপ্ত সাংবাদিকদের বলেন, লাল মুক্তিবার্তা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রকাশিত গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে এ ছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সাময়িক সনদও রয়েছে। তিনি হোমনা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আবুল কাশেম মুক্তিযোদ্ধা কি না তা প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁকে সশরীরে হাজির হওয়ার জন্য জামুকা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়। 

এ নোটিশ পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি আবুল কাশেম হাজির হন। কিন্তু জামুকা আগামী ১২ মার্চ তাঁকে আবার আসতে নোটিশ দিয়েছে। এ অবস্থায় ওই নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আবুল কাশেম।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা