• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আবরার হত্যা: নতুন যে ১০ দাবি বুয়েট শিক্ষার্থীদের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ নতুন করে ১০ দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

বুধবার বেলা সোয়া ১১টার দিকে বুয়েটের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো 
১. আবরার হত্যার সিসিটিভির ফুটেজ ও জিজ্ঞাসাবাদে সনাক্তকারী দোষীদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

 

২. সিসিটিভি ফুটেজ থেকে সনাক্তকারী সবাইকে আগামী ১১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে। 

৩. মামলার সব খরচ ও আবরারের পরিবারের ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে। এই মর্মে অফিসিয়াল নোটিশ আগামী ১১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে দিতে হবে। 

৪. মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে অধীনে দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করতে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ করতে নিতে হবে।

৫. অবিলম্বে চার্জশিটের কপিসহ অফিশিয়াল নোটিশ দিতে হবে।

৬. বুয়েটে সব ধরনের রাজনৈতিক কার্যক্রমসহ সব ছাত্র সংগঠন স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

৭. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন ৩০ ঘণ্টা অতিবাহিত হলেও ঘটনাস্থলে এসে উপস্থিত হননি; ৩৮ ঘন্টা পর উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিরুদ্ধাচরণ করেন। বুধবার দুপুর ২টার মধ্যে ভিসি সশরীরে ক্যাম্পাসে এসে জবাবদিহিতা করতে হবে।

৮. আবাসিক হলগুলোতে র‌্যাগিংয়ের নামে ভিন্ন মতাবলম্বীদের ওপর সব প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধ করতে হবে। এর সঙ্গে জড়িত সবার ছাত্রত্ব বাতিল করতে হবে। 

৯. নিরাপত্তার স্বার্থে সবগুলো হলের প্রত্যেক ফ্লোরে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। 

১০. আবরারকে যে হলে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই শেরে বাংলা হল প্রভোস্টকে ১১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে প্রত্যাহার করতে হবে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা