• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

লতা মঙ্গেশকারের সেই মন্তব্যে ক্ষুব্ধ ভ্ক্তরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে বসে গান গাইতেন রানু মণ্ডল। রানুর কণ্ঠে লতা মঙ্গেশকারের ‘ইয়ে প্যার কা নগমা হ্যায়’ গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

এরপর নেট দুনিয়ায় সুপরিচিত হয়ে উঠেন রানু। সম্প্রতি মুম্বাই নিয়ে গিয়ে ৩টি গান রেকর্ড করেছেন বলিউডের জনপ্রিয় শিল্পী হিমেশ রেশমিয়া। লতাকণ্ঠী ট্রেন্ডিং রানু মণ্ডল প্রসঙ্গে লতা মঙ্গেশকারের মতামত জানতে চাওয়ায় সঙ্গীত সম্রাজ্ঞী মন্তব্য করেন যে, অনুকরণ বা নকল করা কোনও শিল্পীকেই বেশি দূর নিয়ে যেতে পারবে না। এই মন্তব্য নিয়েই ক্ষুব্ধ হয়েছেন লতার গুণমুগ্ধদের একাংশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) লতার এই মন্তব্যটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু একটু করে সরব হতে থাকেন ভক্তরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা