• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আজ সালমান-ক্যাটরিনার বিয়ে!

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

ফাগুন এসেছে গত কাল। ফাগুনের রঙ লেগেছে সব বাঙালিদের মনে। আর আজ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের রঙ লেগেছে সারা বিশ্বে। এমন দিনেই এলো বলিউড সুপাস্টার সালমান খানের বিয়ের খবর। আজই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন সাল্লু ভাই।

এখানেই শেষ নয়, চমক আছে আরও সালমান খান বিয়ে করতে চলেছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি যে, বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর আজ বিয়ের পিঁড়িতে বসবেন।

সাল্লু ভাইয়ের বিয়ে বলে কথা, অসংখ্যবার তার বিয়ের খবর এসেছে তার। আর একটা কিন্তু এসে সব গোলমাল করে দেয়। এবারও তাই হচ্ছে। সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান আজ বিয়ের পিঁড়িতে বসছেন ঠিকই, কিন্ত সেটা বাস্তবে নয়, ক্যামেরা সামনে।

ভারতীয় গণমাধ্যম বলছে, ভালোবাসা দিবসে সালমান ও ক্যাটরিনা একটি দৃশ্যের শুটিংয়ের জন্য একত্র হবেন। ‘ভারত’ ছবির জন্য সালমান ও ক্যাটরিনা বিয়ের দৃশ্যের শুটিং করবেন আজ।

সুখের খবর এই যে, বিয়েটা সত্যি সত্যি বিয়ে হোক বা না হোক, পুরনো প্রেমিকার সঙ্গে বেশ ভালোই কাটবে সালমানের ভালোবাসা দিবস।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা