• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

রেস্তোরাঁয় বিরল রংয়ের চিংড়ি, মুহূর্তে ভাইরাল ছবি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ জুন ২০১৯  

রেস্তরাঁর জন্যে অর্ডার করেছিলেন গলদা চিংড়ি। সেই শিপমেন্ট খুলে চক্ষু চড়কগাছ হল ম্যাসাচুসেটস-এর এই রেস্তরাঁ মালিকের।

এসথামের আর্নল্ডস লবস্টার অ্যান্ড ক্ল্যাম বার-এর মালিক তৃতীয় নাথান নিকারসন জানিয়েছেন, গত সপ্তাহে গলদা চিংড়ির সাপ্লাই এলে সেটি খুলে দেখা যায় তার মধ্যে রয়েছে বিরল প্রজাতির একটি নীল গলদা চিংড়ি।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্‍কারে নিকারসন জানিয়েছেন, ‘বিশ্বাসই করতে পারছিলাম না, এমন রঙের চিংড়ি হতে পারে। রেস্তরাঁর সবাই চিংড়িটিকে ঘিরে দাঁড়িয়েছিলেন। সবার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, এমনটা কীভাবে সম্ভব।’

নীল রঙের গলদা চিংড়ি অত্যন্ত বিরল প্রজাতির। জিন ঘটিত সমস্যার জন্যেই এমন নীল রং হয়। ২০ লাখ গলদার মধ্যে মাত্র একটির রং এমন নীল হয়ে থাকে। এমনই বিরল গলদার ছবি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে আর্নল্ডস লবস্টার অ্যান্ড ক্ল্যাম বার। আমন্ত্রণ জানিয়েছেন গ্রাহকদের এই চিংড়ি দেখে যাওয়ার জন্যে। ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে নীল গদলার সেই ছবি।এসেছে অসংখ্য মন্তব্য।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা