• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আগ্রার তাজমহলে ৯ ফুট অজগর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

ভারতের আগ্রার তাজমহলের পার্কিংয়ের কাছ থেকে ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে।

আগ্রার পার্কিংয়ে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে।

পর্যটকরা জানিয়েছেন, পশ্চিমের পার্কিং লটে কাজ করছিলেন এক কর্মকর্তা ও শ্রমিকরা। তারাই প্রথম সাপটিকে দেখতে পান।

কর্মকর্তারা জানিয়েছেন, সাপকে এক ঝলক দেখার জন্য ভিড়ে ভিড়াক্কার হয়ে ওঠে ওই চত্বর। এই ভিড়কে পুলিশ হালকা করে দেয়ার পরেই ওয়ার্ল্ডলাইফ এসওএস উদ্ধারকারী দল সাপটিকে একটি বাক্সের দিকে নিয়ে যায়। পুরোপুরি পরীক্ষা-নিরীক্ষার পর অজগরটিকে উপযুক্ত আবাসে ছেড়ে আসা হয়।

আগ্রার সাব-ইন্সপেক্টর অশোক কুমার বলেন, ভাগ্যক্রমে, কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ওয়ার্ল্ডলাইফ এসওএসের সঙ্গে তক্ষুণি যোগাযোগ করি। তাদের প্রতিনিধি এসেছিলেন এবং খুব দ্রুতই সাপটিকে উদ্ধার করেন তারা। ওয়ার্ল্ডলাইফ এসওএসের সহপ্রতিষ্ঠাতা ও সিইও কার্তিক সত্যনারায়ণ বলেন যে, বিশাল সাপটিকে উদ্ধার করা মোটেও সহজ কাজ ছিল না।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা