• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দুই পাঙাশের দাম অর্ধ লাখের বেশি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ নভেম্বর ২০২১  

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে ২০ কেজি ও ১৫ কেজি ওজনের দুইটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছ দুটি দেড় হাজার টাকা কেজি দরে ৫২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে জেলে ফারুক হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

জানা গেছে, ফারুক হালদার মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান সেখের কাছে আনলে ১৪০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার টাকা দিয়ে তিনি মাছ দুইটি কিনে নেন।

এ ব্যাপারে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, ১৫০০ টাকা কেজি দরে ৫২ হাজার ৫০০ টাকায় রাজবাড়ীর এক হোটেল ব্যবসায়ী মাছ দুইটি কিনে নিয়ে যায়। মাছ দুইটি পাওয়ার পর দৌলতদিয়া ঘাটে আনলে উৎসুক জনতা মাছ দুইটি দেখার জন্য ভিড় জমায়।

স্থানীয় কয়েকজন মাছ ব্যবসায়ী জানায়, এ বছর মাঝে মধ্যেই পদ্মা নদীতে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা খুবই আনন্দিত এবং লাভবান হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা