• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

অদ্ভুত এক ফুটবল খেলা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

ফুটবল আকৃতির একটি ক্রিস্টাল বলের ভেতর খেলোয়াড়দের ঢুকিয়ে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে ফুটবল খেলতে। মাঠে বল দখলের লড়াই করতে গিয়ে একে অন্যের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছেন। আবার তখনই উঠে আসছেন বল দখলের লড়াইয়ে শামিল হতে।

শুধু খেলোয়াড়রা নয়, ক্রিস্টাল বলের মধ্যে থেকে গোল বাঁচানোর চেষ্টায় গোলরক্ষকও। ইউরোপে ইতিমধ্যে ফুটবলের নতুন এই সংস্করণটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সবাই একে বাবল-ফুটবল বা বাবল সকার বলে।

১৯৯৪ সালে নিউজিল্যান্ডে প্রথম এই খেলাটি চালু হয়। এরপর থেকে এই খেলাটি বিভিন্ন দেশে খেলা হয়ে থাকে। ধীরে ধীরে খেলাটি সব বয়সী মানুষের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেছে। ২০১১ সালের শেষ দিকে এ খেলাটি প্রথম সম্প্রচার করে নরওয়ের বিখ্যাত টিভি স্পোর্টস প্রোগ্রাম ‘গোল্ডেন গোল’।

এ ছাড়া ইউটিউবেও রয়েছে এই খেলার নানা ভিডিও। ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে খেলাটি। বর্তমানে ইতালি আর লাটাভিয়ায় বাবল ফুটবল টুর্নামেন্ট নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

ফুটবলের মতো হলেও এ খেলায় গোল করা এবং বল নিয়ন্ত্রণ সাধারণ ফুটবলের চেয়ে অনেক কঠিন। কারণ দুটো হাত থাকে জর্ব বা ক্রিস্টাল বলের ভিতরে। আবার হাত দুটো থাকে নির্দিষ্ট পজিশনে। আর হাত ভেতরে থাকায় দেহের ভারসাম্য রাখা বেশ কঠিন হয়ে পড়ে। এই খেলায় প্রতিদলে খেলোয়াড় থাকে সাতজন করে।

এমন মজাদার খেলা দেখার আনন্দও কিন্তু অন্যরকম।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা