• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পলাশ গাছে লাফিয়ে উঠেছে সিংহ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯  

ফুলে ফুলে একাকার পলাশ গাছ।এই গাছেই লাফিয়ে উঠেছে সিংহ।সেই ছবিটি ধারণ করেছেন ভারতের এক আলোকচিত্রী।সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

খোদ প্রধানমন্ত্রীর টুইটারে চমৎকার এই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা রীতিমত অবাক। তারা নানা মন্তব্য করছেন।ছবিটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

ছবিটি দিয়ে নরেন্দ্র মোদি ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাজেস্টিক গির সিংহ....অসাধারণ সুন্দর ছবি!’

জানা গেছে, নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের জুনাগড় অরণ্যের একটি পলাশ গাছে আচমকা সিংহ চড়ে।দেখা মাত্রই ছবিটি ধারণ করেন বন বিভাগের গার্ড দীপক। ছবিটি প্রথমে বন বিভাগের প্রশাসক সুনীল কুমার বেরওয়াল অনলাইনে শেয়ার করেন।

পরে নরেন্দ্র মোদি নিজের টুইটারে ছবিটি শেয়ার করে লিখেন-

Chowkidar Narendra Modi

✔@narendramodi

Majestic Gir Lion....Lovely picture!

মোদি ছবিটি শেয়ার করার পর থেকেই বিরল চিত্র ভাইরাল হয়ে যায়। ডা. সুনীল বেরওয়াল নামে এক চিকিৎসক এই অসামান্য ছবিটির চিত্রগ্রাহকের প্রশংসা করেন। তিনি লিখেছেন, দীপক একদম তাঁর মতো করে জঙ্গলটাকে দেখেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা