• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নিঃশব্দে নির্ভেজাল নির্বাচন হয় সিঙ্গাপুরে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯  

সিঙ্গাপুরে জনসংখ্যা থেকে শুরু করে ভোটার সংখ্যা, সাংসদ সংখ্যা এমনকি ভোটগ্রহণ কেন্দ্র, দলের সংখ্যাও কম। সে দেশে মোট রাজনৈতিক দল ৩০টির বেশি। তাদের মধ্যে তিন-চারটি দলের মধ্যেই মূলত লড়াই হয়। 

২০১১ এবং ২০১৫-১৬, দু’টি নির্বাচনের সময় দেখা গেছে, ২৪-২৫ লাখ ভোটার নিঃশব্দে ভোট দিয়েছেন! ভোটের আগে কোনো দেওয়াল লিখন হয়নি, কোনো রাজনৈতিক জনসভা কিংবা খবরের কাগজ বা টিভিতে কোনো প্রার্থী প্রচারও করেননি। 

দুয়েকটি সুসজ্জিত ব্যানার টাঙিয়েছেন অনেকে। তবে সেগুলো কখনোই দৃশ্য-দূষণের কারণ হয়ে ওঠেনি। সেখানকার প্রার্থীরা মূলত সোশ্যাল মিডিয়াকেই তাদের প্রচারের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন। 

তাছাড়া, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করেন এবং বোঝানোর চেষ্টা করেন, কেন তাকেই ভোট দেওয়া উচিত। মাঝেমধ্যে কোনো প্রার্থী পাড়ার ফুড কোর্টে আমন্ত্রণ জানান ভোটারদের। বিনা পয়সায় ভোজের সঙ্গেই চলে প্রার্থীর সঙ্গে আলাপ-আলোচনা।

সেখানে এখনো ইভিএম ব্যবহার হয় না, ব্যালটেই ভোট হয়। ভোট দিতে আসেন ৯৪-৯৫ শতাংশ ভোটার, যা ভারতের মতো দেশেও ভাবা যায় না। ভুতুড়ে ভোটার নেই। জাল ভোট নেই। দফায় দফায় ভোটের কোনো প্রশ্ন নেই, একই দিনে ভোট হয়। 

সাধারণত, সপ্তাহান্তেই ভোট করা হয়, যেন কাজের কোনো দিন নষ্ট না হয়। সিঙ্গাপুরের স্থানীয় বাসিন্দারা বলেন, ভারতের নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। তবে কয়েক জন শুনে বেশ অবাক হন যে, ভারতে সাত দফায় নির্বাচন হবে। কেন এক মাস ধরে ভোট হবে, সেটা স্থানীয় সিঙ্গাপুরবাসীদের বোঝানো অসম্ভব। 

সিঙ্গাপুরের যেসব নাগরিক কাজের জন্য বিদেশে আছেন, তারা যেন ভোট দিতে পারেন, সেজন্য বিদেশের মাটিতে সিঙ্গাপুর দূতাবাসে ভোটের ব্যবস্থা করা হয়।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা