• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

জিম্বাবুয়ের প্রথম প্রেসিডেন্ট মুগাবের মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

জিম্বাবুয়ের প্রথম প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই। ৯৫ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট শুক্রবার মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

২০১৭ সালের নভেম্বরে ক্ষমতাচ্যুত হন মুগাবে। এর মাধ্যমে অবসান হয় দেশটিতে তার তিন দশকের শাসনের।

মুগাবে ১৯২৪ সালে রোহডেসিয়াতে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে রোহডেসিয়া সরকারের সমালোচনা করায় তাকে বিনাবিচারে এক দশকেরও বেশি সময় কারাগারে থাকতে হয়। ১৯৭৩ সালে কারাগারে থাকা অবস্থাতেই তাকে জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নের (জানু) সভাপতি নির্বাচন করা হয়। এই দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মুগাবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা