• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দক্ষিণ কোরিয়া থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

দক্ষিণ কোরিয়া থেকে তিন থেকে চার হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোতায়েন করা মার্কিন সেনাদের জন্য বরাদ্দ বৃদ্ধি না করলে তাদের প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোসান ইলবো।

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা সেনাদের ব্যয় বাবদ ৫০০ কোটি মার্কিন ডলার দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে প্রতিরক্ষা বাবদ যুক্তরাষ্ট্রকে যে অর্থ দেয় এটি তার পাঁচ গুণ।

ওয়াশিংটনের একটি কূটনৈতিক সূত্র বলেছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে চাইছেন সে অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র একটি ব্রিগেড প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছে’।

একটি মার্কিন সামরিক ব্রিগেডে তিন থেকে চার হাজার সেনা থাকে। দক্ষিণ কেরিয়ায় বর্তমানে ২৮ হাজার ৫০০ সেনা অবস্থান করছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার অবশ্য জানিয়েছেন, খরচ ভাগাভাগির আলোচনা ব্যর্থ হলে চার হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনার বিষয়ে তিনি কিছু জানেন না।

ভিয়েতনাম সফররত এসপার সাংবাদিকদের বলেছেন, ‘এটা নিয়ে আমরা মিত্রদের হুমকি দিচ্ছি না। এটা আলোচনা’।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা