• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রশংসা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯  

বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অর্জিত অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মূখপাত্র রবার্ট পালাদিনো ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন প্রসঙ্গে এ প্রশংসা ব্যক্ত করেন। 

তিনি বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন লক্ষ্য অর্জনে শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ দিনের সহযোগিতামূলক সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন তিনি। 

রবার্ট পালাদিনো বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে রয়েছে সহযোগিতা, সহনশীলতার দৃষ্টিভঙ্গির দীর্ঘ একটি ইতিহাস,  আছে গণতান্ত্রিক বাংলাদেশ- যা তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে। এটি মানবাধিকারের প্রতি সম্মান দেখায় এবং তার শাসন কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর উন্নতি করতে করে। 

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বাংলাদেশে রয়েছে চিত্তাকর্ষক অর্থনৈতিক উন্নয়ন। আছে অর্থনৈতিক উন্নয়নের নজরকাড়া রেকর্ড, আছে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা। এতে আসলে অর্থনৈতিক উন্নতি শক্তিশালী হবে।

এ সংবাদ সম্মেলনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ সরকারও দুদেশের একসঙ্গে কাজ করা নিয়ে বিশ্বাসের কথা উল্লেখ করে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা