• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

জুতা দুর্গন্ধমুক্ত রাখবেন যেভাবে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

পা ঘেমে দুর্গন্ধ জুতা ও মোজায় দুর্গন্ধ হয়ে যায়। প্রতিদিন মোজা ধুয়ে দেওয়া জরুরি। জুতা যেহেতু প্রতিদিন ধোয়া সম্ভব না, সেহেতু কিছু উপায় মেনে দূর করতে পারেন জুতার দুর্গন্ধ। 

রাতে ঘুমানোর আগে জুতার ভেতরে বেকিং সোডা ছিটিয়ে নিন। পরদিন সকালে ব্যবহারে আগে ভালো করে মুছে নিন জুতারে ভেতরের অংশ।

ফেব্রিক সফটনার শিট রেখে দিন জুতার ভেতর। এটি দুর্গন্ধ টেনে নেবে।

জুতারে ভেতরে সামান্য লবণ ছিটিয়ে দিলেও মুক্তি মিলবে বিব্রতকর গন্ধ থেকে।

যেকোনও এসেনশিয়াল অয়েলে তুলার টুকরা ভিজিয়ে জুতার ভেতর রেখে দিন। রাতে রেখে পরদিন বের করে ফেলুন। দুর্গন্ধ দূর হবে।

ফুটন্ত পানিতে টি ব্যাগ রেখে দিন ২ মিনিট। ঠাণ্ডা হলে জুতার ভেতর রেখে দিন।

১ ঘণ্টা পর বের করে ফেলুন।বেবি পাউডার ছিটিয়ে দিলেও উপকার পাবেন।

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা