• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

যেভাবে তৈরি করবেন বারবিকিউ স্টেক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

চলে এসেছে বারবিকিউ খাওয়ার মৌসুম। আজ চলুন শিখে নেয়া যাক বারবিকিউ স্টেক তৈরির রেসিপি। এটি তৈরি করা যাবে খুব সহজেই। তাই ঝটপট শিখে নিন আর তৈরি করে প্রিয়জনদের চমকে দিন।

উপকরণ :
মাংসের টুকরো ১ কেজি,
বারবিকিউ সস ২ চা চামচ,
টমেটো সস ১ চা চামচ,
চিলি সস ১ চা চামচ,
সয়াসস ১ চা চামচ,
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ,
সামান্য লবণ।

প্রণালি:
প্রথমে মাংসের টুকরাকে একটু মোটা করে গোলাকার চাপ করতে হবে। সেই মাংসের মধ্যে সব পানি টিস্যু বা কাপড়ের সাহায্যে মুছে নিতে হবে, যাতে মাংস শুকনা লাগে।

এবার সব উপকরণ ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে আধা ঘণ্টা। এরপর প্যানের মধ্যে এটাকে গ্রিল করতে হবে।
এ ছাড়া আপনি বারবিকিউতে এটা করতে পারেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা