• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দেশপ্রেম, সততা ও আনুগত্য দেখে সেনাদের পদোন্নতি দেয়ার নির্দেশ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পেশাগত দক্ষতা ও আনুগত্য বিবেচনা করে সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

আজ সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্যদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে সরকার সম্প্রসারণ ও কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে। একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের নেয়া কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। 

প্রধানমন্ত্রী দেশপ্রেম, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। গণতন্ত্রকে সুসংহত করতে সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা