• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

আশুলিয়ায় সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর সাভারের আশুলিয়ায় সুতা তৈরির কারখানাটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কেউ হতাহতও হয়নি। তবে অগ্নিকাণ্ডে কারখানাটির একটি সুতার গোডাউন পুড়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

অগ্নিকাণ্ডের  ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ‘এজিজ টেক্সটাইল মিলস’ নামে কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, কারখানাটির মালিক পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জু।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা