• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ইয়াবা ও হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০১৯  

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বড়কাপন এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবা ও ৯ পুরিয়া হেরোইনসহ রুমা বেগম (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আজ  গোপন খবরেএ ভিত্তিতে বড়কাপন গ্রামের বাসিন্দা মৃত আখলিম মিয়ার ছেলে ইয়াবা সম্রাট আব্দুল গাফফারের (৪৫) বাড়িতে ইয়াবা বিক্রয়কালে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ বিনয় ভুষণ রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল গাফফার দৌঁড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় আব্দুল গাফফারের স্ত্রী মাদক ব্যবসায়ী রুমা বেগম তার হাতের ঝাড়ু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকেও গ্রেপ্তার করা হয়। তাদের বাড়িতে এলাকার উপস্থিত লোকজনের সম্মুখে ঝাড়ুর ভেতর থেকে একটি কালো রংয়ের পলিথিনের ব্যাগ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৯ পুরিয়া হেরোইন পাওয়া যায়। 

অভিযানে অংশ নেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুমিন উল্লাহ, এ এস আই মুকুন্দ দেব বর্মা, কুলাউড়া থানার এস আই নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় জানান, ইয়াবা সম্রাট আব্দুল গাফফার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমদের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গাফফারের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত গাফফারের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

গাফফারের বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে। জেলা গোয়েন্দা শাখা বাদী হয়ে স্বামী-স্ত্রীকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা