• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

হাতিয়ায় মহিষ চরাতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ অক্টোবর ২০১৯  

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের বড় দেইল গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাঠে মহিষ চরাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহতরা হলেন- বুড়ির চর ইউনিয়নের বড় দেইল গ্রামের খানার বাড়ির কামরুল ইসলাম ও একই গ্রামের আবুল কালাম। 

বুড়িরচর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নূরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকে বুড়িরচরে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কয়েকটি বজ্রপাতের ঘটনাও ঘটে। বৃষ্টির মধ্যে লালচর এলাকার মাঠে ছেড়ে আসা মহিষ দেখতে যান কামরল ইসলাম ও আবুল কালাম। মাঠের কাছাকাছি গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে জমিতে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে দুই কৃষক মহিষ নিয়ে মাঠে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা