• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নাফ নদীতে বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে নিহত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

কক্সবাজার: কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নূর মোহাম্মদ (৩৪) নামে এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। এ সময় আবুল কালাম নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার ঝিমংখালী সীমান্তে নাফ নদীতে এ ঘটনা ঘটে। নিহত নূর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়াপাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। আহত আবুল কালাম একই এলাকার বক্তার আহমদের ছেলে।

স্থানীয় জেলেদের ভাষ্য, প্রতিদিনের মতো নাফনদীতে মাছ শিকার করতে যান তারা। একপর্যায়ে তাদের নৌকাটিকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে বিজিপি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা