• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

গলাচিপায় ১৯ জেলে আটক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

পটুয়াখালীর গলাচিপায় মা-ইলিশ ধরার অপরাধে ১৯ জন জেলেকে আটক করা হয়েছে। অবরোধের শেষ দিন বুধবার রাতে উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে পাঁচ দিন করে বিনাশ্রমে কারাদন্ড প্রদান, ৪ জনকে পাঁচ হাজার টাকা করে ও ১ জনকে এক হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম ৬ জনকে কারাদন্ড ও ৫ জনকে জরিমানা প্রদান করেন। আর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সুহৃদ সালেহীন ৮ জনকে কারাদন্ড প্রদান করেন। 

কারাদন্ডপ্রাপ্তরা হলেন- রাকিব (২০), আল কাইয়ুম (২২) , ইসমাইল হাওলাদার (২৫), রুহুল আমিন (৫৫), আলতাফ গাজী (৩২), নুরুজ্জামান আকন (৩৫), ইউনুচ খান (৩০), মতলেব হাওলাদার (২৫), আল-আমিন খাঁ (২৫), ফারুক গাজী (২২) , জামাল কাজী (৪৫), মিন্টু গাজী (২২), রাকিব (১৯), আল-আমিন (২৫)। আর জরিমানাপ্রাপ্তরা হলেন- রাকিব হোসেন গাজী (১২), নুর আলম হাওলাদার (১৪), জাফর খলিফা (১৩), ইমন লাট (১৩), রবিউল হাসান (১০)। তারা গলাচিপা ও দশমিনা উপজেলার বাসিন্দা। 

সূত্র জানায়, বুধবার রাত ১২টার পূর্বে উপজেলার বুড়া গৌরাঙ্গ, বদনাতলী ও চর বোরহান নদী থেকে এদেরকে আটক করা হয়। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা