• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুনের সূত্রপাত: চকবাজার ট্র্যাজেডি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

জানা গেল রাজধানীর চকবাজারের ভয়াবহ আগুনের সূত্রপাত। চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে আইইবি (ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ) এর তদন্ত কমিটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সিলিন্ডার থেকে নয়, আগুনের শুরু হাজী ওয়াহেদ ম্যানশনের দোতলার কেমিক্যালের গোডাউন থেকে।

এতে বলা হয়েছে, ওয়াহেদ ম্যানশনের দোতলায় বিপুল পরিমাণ অতিদাহ্য পদার্থ মজুদ থাকায় ভয়াবহ বিস্ম্ফোরণ ঘটেছে। বেড়েছে আগুনের ভয়াবহতা। দ্রুত ছড়িয়ে পড়েছে আশপাশে। 

একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ, আলামত পরীক্ষা-নিরীক্ষা এবং অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে এসব তথ্য নিশ্চিত হওয়াা গেছে বলে প্রতিদেবদনে উল্লেখ করা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ বিস্ম্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় প্রাণ হারিয়েছে ৭১ জন। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে  ৬৭ জনের। দগ্ধ ৯জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে  চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনজন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। দু'জন এখনও চিকিৎসাধীন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা