• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার : পাট মন্ত্রী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ  সকালে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালিতে তিনি এ কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, ‘সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তাই পাটজাত পণ্য বহুমুখীকরণে গবেষণা চলছে।’

এইখাতের উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পাটজাত পণ্য রপ্তানিকারকদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পাটের মান আরও উন্নত করতে কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। সোনালী আঁশের সঙ্গে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য জড়িত। পরিবেশবান্ধব ফসল হিসেবে পাটের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস’ উদযাপন করা হচ্ছে।’

র‌্যালিটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়। এরপর ফার্মগেট খামারবাড়ি হয়ে পুনরায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।

বস্ত্র ও পাটমন্ত্রীর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন-মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান, অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিক, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো. নাসিমসহ পাট মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা