• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মানিকগঞ্জের ৩ উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নেই

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সাতটি উপজেলার তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া কোনো প্রার্থী নেই। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন এই তিন প্রার্থী। অপরদিকে চার উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতারা মনোনয়নপত্র দাখিল করলেও তিনটিতেই প্রত্যাহার করেছেন।

যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলায় ইসরাফিল হোসেন, সাটুরিয়া উপজেলায় আব্দুল মজিদ ফটো এবং শিবালয় উপজেলায় রেজাউর রহমান খান জানু।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তৃতীয় ধাপে আগমী ২৪ মার্চ মানিকগঞ্জের সাতটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সাটুরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ ফটো এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বশির উদ্দিন মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার বশির উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আব্দুল মজিদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকল না।

একইভাবে শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউর রহমান খান জানু এবং স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আবদুর রহিম খান মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার তিনিও তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে রেজাউর রহমান জানু বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসরাফিল হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান (বর্তমান চেয়ারম্যান) এবং জেলা জাকের পার্টির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আকবর আলী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। রোববার আতাউর রহমান আতা এবং আকবর আলী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে এই উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী ইসরাফিল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।

এদিকে মঙ্গলবার দৌলতপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এই উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূরুল ইসলাম রাজাসহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের সাতটি উপজেলার সবকটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। এবার চারটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতারা মনোনয়নপত্র জমা দিলেও ঘিওর উপজেলা ছাড়া তিনটিতেই প্রত্যাহার করে নিয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা