পূর্ণতা পাচ্ছে মেট্রোরেল, মতিঝিল থেকে উত্তরা ৩১ মিনিটে
ষাট গম্বুজ টাইমস
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩
বুড়িগঙ্গার তীরঘেঁষে গড়ে ওঠা যানজটের নগর ঢাকা ক্রমে সম্প্রসারিত হয়েছে উত্তরে। চলে গেছে গাজীপুরের টঙ্গীঘেঁষা উত্তরায়।
সঙ্গে টেনে নিয়ে গেছে যানজট।
ফলে ২০ কিলোমিটার দূরত্বের উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াতে কর্মব্যস্ত দিনে লেগে যেত দুই থেকে আড়াই ঘণ্টা। তবে এই দুর্ভোগের দিন শেষ হয়ে আসছে। যানজটের নগরে জাদুর মেট্রোরেল এ পথ পার করে দেবে মাত্র ৩১ মিনিটে।
ঢাকাকে যানজটমুক্ত করতে গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করা হয়। সে সময় মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার দশ মাস পরে এসে আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হচ্ছে। এর মধ্য দিয়ে পূর্ণতা পাচ্ছে ঢাকা মেট্রোরেল। আধুনিক এ গণপরিবহন আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
প্রথমে চালু হবে তিন স্টেশন
মেট্রোরেলের এ অংশের চলাচলসহ যাবতীয় বিষয় সম্প্রতি সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।
তিনি জানান, এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত স্টেশন রয়েছে মোট সাতটি। এর মধ্যে প্রথমে চালু হবে তিন স্টেশন— ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল। এরপর নভেম্বর মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে।
তারপর আগামী দুই মাসের মধ্যে একে একে চালু হবে শাহবাগ, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশন।
মতিঝিল, সচিবালয়ের অফিসপাড়ায় উচ্ছ্বাস
মতিঝিল ও গুলিস্তানের সচিবালয় এলাকায় দেশের সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য নানা সংস্থার অফিস।
কিন্তু এসব এলাকার আবাসিক ভবনে ভাড়া অধিক হওয়ায় স্বল্প ও মধ্য আয়ের চাকরিজীবীদের বড় একটা অংশ থাকেন মিরপুরে। কারণ মিরপুরে তুলনামূলক বাড়িভাড়া কম।
ফলে মিরপুর এলাকার বসবাসকারীদের জন্যে মেট্রোরেল বড় সুবিধা বয়ে নিয়ে আসছে।
মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন শাহাদুল ইসলাম। তিনি বলেন, মিরপুর থেকে অফিসে আসতে প্রতিদিন সময় লাগে দেড় ঘণ্টা। কিন্তু রোববার থেকে মাত্র ১৫ মিনিটেই অফিসে আসতে পারবো, এটা অনেক আনন্দের।
তবে প্রথম দিকে কেবল সকালে মেট্রো চালু হওয়ায় খানিকটা হতাশার কণ্ঠ তিনি দাবি জানান, দ্রুত বিকালেও এই অংশে মেট্রোরেল চলাচল শুরু করা উচিত।
মতিঝিলের বাসা থেকে মিরপুরের একটি আইটি প্রতিষ্ঠানে অফিস করেন ফজলেহ রাব্বি পিউল। তিনি বাংলানিউজকে বলেন, আমার অফিস মিরপুর হওয়াতে চাকরি সুবাদে প্রতিদিনই মতিঝিল থেকে মিরপুর যাওয়া লাগছে, যেখানে আমার যেতে সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা। ইনশাআল্লাহ মেট্রোরেল হওয়াতে এখন হয়ত আধাঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারব।
বিকেলে মেট্রোরেল চলাচল না করায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, যতদূর জানি মেট্রোরেল প্রথম দিকে শুধু সকালের শিফটে চালু হচ্ছে। তাই দেখা যাচ্ছে যে ফেরার পথে ওই আগের মতোই ধকল খেয়ে পৌঁছাতে হবে। বলা যায় ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এমন যে সকালে খাচ্ছি বিরিয়ানি আর রাতে খাচ্ছি ডাল ভাত।
সকাল-রাতে সময় বাড়ানো হয়েছে আধাঘণ্টা
বর্তমানে সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল করার কারণে ৮টায় যাদের অফিস তাদের পৌঁছাতে দেরি হয়ে যেতো। যাত্রীদের এ দাবির প্রেক্ষিতে আগামী ৫ নভেম্বর থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে চলাচল শুরু করবে।
এদিকে রাত ৮টার পরে যাদের এমআরটি বা র্যাপিড পাস রয়েছে তারা রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করতে পারবেন।
কিন্তু যেসব যাত্রী স্টেশন থেকে একক টিকিট কাটবেন তারা রাত ৮টা পর্যন্তই সর্বশেষ মেট্রোরেলে চড়তে পারবেন।
যদিও আগারগাঁও থেকে মতিঝিল অংশের যাত্রীরা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করতে পারবেন। ধীরে ধীরে এ অংশেও সময় বাড়ানো হবে।
৩১ মিনিটে মতিঝিল-উত্তরা, মেট্রো ভাড়া ১০০ টাকা
উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলে মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩১ মিনিট, আর ভাড়া লাগবে ১০০ টাকা। তবে যাদের র্যাপিড পাস রয়েছে তারা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ৪০ টাকা। মতিঝিল থেকে উত্তরা সেন্ট্রাল ও দক্ষিণ ৯০ টাকা, পল্লবী ৮০ টাকা, মিরপুর- ১১ নম্বর ৭০ টাকা, মিরপুর ১০ ও কাজীপাড়া ৬০ টাকা, শেওড়াপাড়া ও আগারগাঁও ৫০ টাকা, বিজয় সরণি ৪০ টাকা, ফার্মগেট ও কারওয়ান বাজার ৩০ টাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবলায় ২০ টাকা। অন্যদিকে ফার্মগেট থেকে মতিঝিলের ভাড়া ৩০ টাকা।
মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া পড়বে ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে লাগবে ৬০ টাকা। ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে।
তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।
- ঋণদাতা সংস্থা থেকে ৬ বিলিয়ন ডলার চায় ঢাকা
- পাচার ৯০ হাজার কোটির খোঁজে দুদক
- শ্রমিক অসন্তোষ নিরসনে একগুচ্ছ পরিকল্পনা
- সৎ ব্যক্তিকে নিয়োগ করতে দ্রুত উদ্যোগ : ড. বদিউল আলম মজুমদার
- চলছে বঙ্গবন্ধু রেল সেতুর শেষ পর্যায়ের কাজ
- বন্যায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় ১০ সুপারিশ
- এখনই নির্বাচনে ‘না’ ছাত্র-জনতার
- পিটিআইকে ড. ইউনূস
তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হতে হবে - জাতিসংঘে অধিবেশন : মোদির সাথে বৈঠক করতে চান ড. ইউনূস
- রেলের পাঁচ প্রকল্পে ব্যয় কমছে সাড়ে ৮ হাজার কোটি
- গাজীপুরে চালু পোশাক কারখানা
- গণভবন পরিদর্শনে ৩ উপদেষ্টা
জাদুঘর বানাতে কালকের মধ্যে কমিটি - আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা
- রামপাল উপজেলা মৎস্য দপ্তরের মাছের পোনা অবমুক্ত
- কচুয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত
- অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে
- শহিদী মার্চে বাগেরহাটে ছাত্র-জনতার র্যালী ও সমাবেশ
- রামপালে পর্ণগ্রাফি আইনের মামলা করায় বাদীকে হুমকি
- সীমান্তে হত্যা নিষ্ঠুরতা, এটি বন্ধ হওয়া প্রয়োজন : ড. ইউনূস
- কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪
- সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার
- পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা
- ‘ভূমিহীন’ থেকে ১৫ বছরেই কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম
- সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
- ডুম্বুর বাঁধের অভিমুখে লং মার্চ শুরু
- ‘বড় ছেলে’ -কে স্মরণ করে মেহজাবীনের আবেগময় পোস্ট
- শুল্ক কমলেও সেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু-পেঁয়াজ
- ৩ দিন ভারি বর্ষণের আভাস
- পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতকে কড়া বার্তা দিলেন ড. ইউনূস
- মোংলায় পুলিশি অভিযানে বসত বাড়ি থেকে বিদেশী মদ উদ্ধার
- সংখ্যালঘুদের অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান ফখরুলের
- ট্রাফিকের দায়িত্ব পালন করছে ৭ বছরের শিশু আরাফ
- ‘সীমান্ত বাসিন্দার কাছে অচেনা দুর্যোগ’
- বাগেরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বিএনসিসি
- পোশাক প্রস্তুতকারকদের দেশ পুনর্গঠনে সহায়তা করার আহ্বান ড. ইউনূসের
- প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
- পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল
- অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার বহুমুখী তৎপরতা চলছে : সাইফুল হক
- গণহত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি
- অহংকারীকে মহান আল্লাহ তায়ালা পছন্দ করেন না!
- আমার চোখের পানি সঞ্চয় করলে পুকুর বানানো যেত : ব্রিগেডিয়ার আযমী
- মোরেলগঞ্জে বাড়ি বাড়িতে অগ্নিসংযোগ হামলা ভাংচুর
- ধীরে নামছে বানের পানি, বৃষ্টি কমায় ৫ জেলায় পরিস্থিতির উন্নতি
- বাগেরহাটে ছাত্র আন্দোলনে শহীদ সাব্বিরের কবর জিয়ারত
- শরণখোলা প্রেসক্লাবে হামলা, আহত ২
- কৃষিবিদ শামিমুর রহমান শামীমকে বরণ করতে বাগেরহাটের কাটাখালিতে নেতা
- দেশে ফিরলেন ড. ইউনূস
- চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- বন্যাকবলিত ফেনীতে সেনাপ্রধান, উদ্ধার কাজে দিকনির্দেশনা
- পথেঘাটে নেই চাঁদাবাজি, দাম কমছে নিত্যপণ্যের