• বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৩ ১৪৩১

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ষাট গম্বুজ বার্তা

কমিশনের আশায় অবাস্তব প্রকল্প নেবেন না: প্রধানমন্ত্রী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪  

জনগণের উপকারে আসবে না, এমন প্রকল্প না নিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কারও পরামর্শে কমিশনের আশায় অবাস্তব প্রকল্প গ্রহণ করবেন না। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, জনগণের আস্থা অর্জন করতে পারাই জনপ্রতিনিধিদের মূল কাজ। সেটা না করতে পারলে নির্বাচনে পরাজিত হতে হয়। এটাই বাস্তবতা। এ সময় তিনি জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে সবার খোঁজ-খবর নেয়ার পরামর্শ দেন। বলেন, এতে তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।

প্রধানমন্ত্রী বলেন, পুকুর, খাল-বিল সংরক্ষণ করে প্রকল্প গ্রহণ করতে হবে। এছাড়া, স্থানীয় পর্যায়ে নির্মিত পানি শোধনাগারগুলোর যথাযথ যত্ন নেয়ারও নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। কারণ বিদ্যুৎ উৎপাদনে প্রচুর খরচ হয় এবং এতে অনেক ভর্তুকিও দিতে হয়।

এ সময় বিদ্যুতের দাম বিষয়ে তিনি বলেন, নিম্নবিত্তদের এক্ষেত্রে কিছু ছাড় দেয়া হবে। কিন্তু যারা বিলাসবহুল ভাবে বিদ্যুৎ ব্যবহার করবে, তাদের বিল বেশি দিতে হবে। এছাড়া, সৌর বিদ্যুতের মাধ্যমে সেচের ব্যবস্থা করতে পারলে বিদ্যুতের ওপর চাপ কমবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়াও প্রধানমন্ত্রী বৃষ্টির পানি সংরক্ষণের প্রতি জোর দিয়ে বলেন, এটি করা গেলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা