• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ নভেম্বর ২০১৯  

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কের পিলজংগ গ্রামের তুষ মিলের সমানে নষ্ট দুই কাটা টেম্পুতে বেঁধে রাখা দড়িতে আটকে মোটরসাইকেল আরোহী দুই যুবকের দেহ হতে মাথা বিছিন্ন হয়েছে। এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। আহত রানাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী ও কাটাখালী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, সকালে যশোর এলাকার হতে মোটরসাইকেল যোগে ৯ জন বন্ধু মংলা বন্দর এলাকায় বেড়াতে আসেন। বিকালে বাড়ি ফেরার পথে পিলজংগ তুষ মিলের সমানে আসলে দুটি গরুবাহী কাটা টেম্পুতে বেঁধে রাখা দড়িতে মোটরসইকেল আরোহী দুজনের মাথা আটকে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় ওই মোটরসাইকেলে থাকা আর এক আরোহী গুরুত্বর আহত হয়।

নিহতরা হলেন, যশোরের মাহিদিয়া গ্রামের আনারুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম লিটন (৩০) ও একই জেলার কৃষ্ণাবাটিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে তুহিন শেখ (২৯)।

এ ঘটনায় সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কাটা টেম্পেু দুটিকে আটক করা হলেও চালক পালিয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা