• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

মোংলা বন্দরের সর্বোচ্চ আয়কর প্রদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

মোংলা বন্দর কর্তৃপক্ষ চলতি অর্থ বছরে ২৯ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার আয়কর প্রদান করেছে। এটি প্রতিষ্ঠার পর হতে মোংলা বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ আয়কর প্রদান।

১৯ নভেম্বর মঙ্গলবার সকালে খুলনা আয়কর মেলায় মোংলা বন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক খুলনা অঞ্চলের আয়কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের হাতে ২৯ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার চেক প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ’র সদস্য ( অর্থ ) ইয়াসমিন আফসানা, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান ও সচিব ওহিউদ্দিন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বন্দর প্রতিষ্ঠার পর হতে এবছর সর্বোচ্চ মুনাফা ১৩৩ কোটি ৬১ হাজার টাকা অর্জন করেছে। যা গত অর্থবছরে ছিলো ১০৯ কোটি টাকা। চলতি অর্থবছরে মুনাফার উপর সরকার কর্তৃক আয়কর ধার্য্য হয়েছে ৩৩ কোটি টাকা। যার মধ্যে থেকে মঙ্গলবার সকালে আয়কর মেলায় ২৯ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকা চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে। বাকী টাকা উৎসে করের মাধ্যমে ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ ২০১৭-১৮ অর্থবছরে ২৭ কোটি ২৫ লাখ টাকা আয়কর প্রদান করেছিলো। এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ চলতি বছরে বিভিন্ন খাত হতে ৪৫০ কোটি টাকা আয়কর আদায় করে সরকারি খাতে জমা দিয়েছে। গত অর্থবছরে এর পরিমান ছিলো ৪০০ কোটি টাকা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা